• Torit Tandob

  • ২০টি Exciting Experiment-
  • পারবে ফল-সবজি দিয়ে ব্যাটারি বানাতে-
  • হাতের তালুতে ভাসবে বেলুন-
  • শিখবে তাপ দিয়ে বাতি জ্বালানোর ম্যাজিক-

 

PRODUCT DESCRIPTION

মিতিন যেদিন নিজে নিজে ছোট্ট একটা ফ্যান বানিয়ে তার মাকে বাতাস দিলোতখন সে যে আনন্দটা পেয়েছিলোতা হয়তো বা আলেকজান্ডার গ্রাহামবেলের টেলিফোন আবিষ্কারের মুহূর্তটার চেয়ে কম ছিলো না! কারণ মিতিনের বয়স মাত্র ৫!

আমরা চাই আমাদের সন্তানেরা এভাবেই নিজে থেকে কিছু তৈরি করুকযা সবার কাজেও লাগবে! কচি কচি দুটো হাতে যখন মোটরব্যাটারি আর সুইচের কানেকশন দিয়ে ফ্যান তৈরি করে আপনার শরীরে হাওয়া দেবেবাজার দিয়ে শব্দ সংকেত বানিয়ে আপনাকে শোনাবেকেমন লাগবে আপনার বলুন তোআপনাকে যখন গম্ভীর মুখে সিরিজ আর প্যারালাল কানেকশনের পার্থক্য বোঝাবেমনটা আনন্দে ভরে উঠবে নাতড়িৎ এর এসব প্রাথমিক ধারণা ছোটবেলা থেকেই জানা থাকলে ভবিষ্যতে পথ চলাটা সহজ হবে আপনার সন্তানের জন্যে।

তড়িৎ তান্ডবের উপকরণ সমূহ

জেমস ক্লিপক্রোকোডাইল ক্লিপপুশ পিনএল ই ডি (LED), এল ডি আর (LDR), প্লাস্টিক উডকপার দণ্ডথার্মিস্টরজেনার ডায়োডক্যাপাসিটররিং ম্যাগনেটকার্ডবোর্ডবেলুন ইত্যাদি।

কী কী করা যায় এগুলো দিয়ে?

ফল মূল অথবা শাকসবজি দিয়ে লাইট জ্বালানোচুল দিয়ে বেলুন ঘষে ভেতরে স্থির তড়িৎ তৈরি করে তা দিয়ে পানির ধারাকে বাঁকানোপরিবর্তনশীল রোধের সূত্র ব্যবহার করে লাইট দিয়ে লাইট জ্বালানোসরল বর্তনীর সূত্র প্রয়োগের মাধ্যমে শব্দ সংকেত তৈরিসিরিজ ও প্যারালাল কানেকশন বানাতে শেখাইত্যাদি। এমন মোট ২০টি এক্সপেরিমেন্ট রয়েছে।




































Write a review

Note: HTML is not translated!
    Bad           Good

Torit Tandob

  • Product Code: Torit Tandob
  • Availability: Out Of Stock
  • Tk. 821

  • Ex Tax: Tk. 821